ঢাকা,মঙ্গলবার,মে ৬,২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Logo
Logo
logo

মে মাসের প্রথম সপ্তাহ থেকে শাহজালালে ফ্লাইট চলবে ২৪ ঘণ্টা  


admin    প্রকাশিত: ১৮ এপ্রিল,২০২২,০২:০৪ পিএম

মে মাসের প্রথম সপ্তাহ থেকে শাহজালালে ফ্লাইট চলবে ২৪ ঘণ্টা  

মে মাসের প্রথম সপ্তাহ থেকে শাহজালালে ফ্লাইট চলবে ২৪ ঘণ্টা  

প্রায় ৪ মাস বন্ধ থাকার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

বেবিচক জানায়,থার্ড টার্মিনাল নির্মাণকাজের অংশ হিসেবে হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ ও লাইটিংয়ের কাজের জন্য ১০ ডিসেম্বর থেকে ১০ জুন পর্যন্ত রাতে ৮ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করতে পারবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন,আমাদের শিডিউল ছিল ২০২২ সালের জুনের মধ্যে ট্যাক্সিওয়ের কাজ শেষ করে জুনেই ২৪ ঘণ্টা ফ্লাইট চালুর। তবে আগেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা থাকায় মে মাস থেকে রানওয়ে ব্যবহার করা যাবে।