ঢাকা,শনিবার,মে ৩,২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Logo
Logo
logo

উন্নতমানের অস্ত্র চালাতে ইউক্রেনের সৈন্যদের মাসব্যাপী প্রশিক্ষণের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনেস্কির


admin    প্রকাশিত: ১৯ এপ্রিল,২০২২,১১:০৪ পিএম

উন্নতমানের অস্ত্র চালাতে ইউক্রেনের সৈন্যদের মাসব্যাপী প্রশিক্ষণের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনেস্কির

উন্নতমানের অস্ত্র চালাতে ইউক্রেনের সৈন্যদের মাসব্যাপী প্রশিক্ষণের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনেস্কির


ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি মার্কিন এবং ন্যাটো কর্মকর্তাদের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ওই প্রস্তাবে বলা হয়,অন্যান্য দেশ থেকে উন্নত অস্ত্র পাওয়ার আগে তার সেনাবাহিনীর উল্লেখযোগ্য প্রশিক্ষণের প্রয়োজন হবে। সিএনএন

সিএনএনকে জেলেনেস্কি বলেন,আমার সেনাবাহিনীর দ্রুত অস্ত্র দরকার এবং সেই অস্ত্র দরকার যা তারা দ্রুত ব্যবহার করা শিখতে পারে।

তিনি আরো বলেন,আমি একটি লম্বা গল্প শুনেছি যে নতুন ট্যাঙ্ক ব্যবহার করার জন্য আমাদের সৈন্যদের কয়েক মাস প্রশিক্ষণ নিতে হবে। ঠিক আছে,আমাদের সোভিয়েত যুগের ট্যাঙ্ক দিন। আমরা যে কোনো ধরণের সরঞ্জাম ব্যবহার করতে প্রস্তুত কিন্তু তা দ্রুত সরবরাহ করা প্রয়োজন। নতুন সরঞ্জাম কিভাবে ব্যবহার করতে হয় তা শেখার ক্ষমতা আমাদের আছে তবে এটি দ্রুত আসতে হবে। 

কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন,জো বাইডেন প্রশাসনের দেয়া নতুন ৮০০ মিলিয়ন ডলারের নিরাপত্তা প্যাকেজসহ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো এখন পর্যন্ত যে অস্ত্র সরবরাহ করেছে তা রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে তার দেশকে সহায়থা করেছে। কিন্তু আমাদের আরো বেশি সহায়তার প্রয়োজন হবে।