admin প্রকাশিত: ২১ এপ্রিল,২০২২,০৯:০৪ পিএম
ঈদের কেনাকাটায় নগদ পেমেন্টে মিলছে ৩৫% ক্যাশব্যাক
ঈদের কেনাকাটায় ‘নগদ’পেমেন্টে মিলণে ৩৫% পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। এ অফার ৪ হাজারেরও বেশি আউটলেটে ঈদ পর্যন্ত চলবে। ‘উৎসবের খুশি নগদে বেশি’-এই ক্যাম্পেইনের আওতায় ই-কমার্স,সুপারস্টোর,ট্যুরস অ্যান্ড ট্রাভেলস,রেস্টুরেন্ট ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘নগদ’পেমেন্টে গ্রাহকেরা এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন।
ইলেকট্রনিক পণ্য কেনাকাটায় ‘নগদ’দিয়ে পেমেন্ট করলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ২০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। ট্যুর অ্যান্ড ট্রাভেলিং-এ নির্দিষ্ট হোটেল বা ট্রাভেল এজেন্সি থেকে রুম বা ফ্লাইট বুকিং-এ ‘নগদ’পেমেন্টে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ৭৬ শতাংশ ডিসকাউন্ট। ফুটওয়্যার ক্যাটাগরিতে থাকছে ২৫ শতাংশ ক্যাশব্যাক। গ্রোসারি কেনাকাটায় ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।