ঢাকা,শনিবার,মে ৩,২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Logo
Logo
logo

নারীদের শিক্ষিত করে বিদেশ পাঠানো উচিত:প্রবাসী কল্যাণমন্ত্রী


admin    প্রকাশিত: ২১ এপ্রিল,২০২২,০৯:০৪ পিএম

নারীদের শিক্ষিত করে বিদেশ পাঠানো উচিত:প্রবাসী কল্যাণমন্ত্রী

নারীদের শিক্ষিত করে বিদেশ পাঠানো উচিত:প্রবাসী কল্যাণমন্ত্রী

দক্ষ নারী কর্মীদের নিরাপদ অভিবাসন দেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার হতে পারে। তাই আমাদের মেয়েদেরকে দক্ষ ও শিক্ষিত করে নিরাপদ অভিবাসনের পথে এগিয়ে নেয়া উচিত বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। 

বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে অভিবাসীদের নিয়ে কাজ করা ২২টি সংগঠনের জোটের ‘নারী অভিবাসীদের সম্মিলিত কণ্ঠ’উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রবাসীমন্ত্রী বলেন,গার্মেন্ট সেক্টরে নারীদের সম্পৃক্ততা দেশের জন্য একধরনের গেম চেঞ্জার। বিদেশে কর্মী হিসেবে নারীদের অভিবাসন এই গার্মেন্ট থেকেও বড় গেম চেঞ্জিং রোল পেলে করতে পারে। আমরা এই সুযোগ মিস করে যাচ্ছি। 

অনুষ্ঠানে বক্তৃতা করেন,প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন,মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম,জোটের চেয়ার ইশরাত আমীন,কো-চেয়ার ফওজিয়া খন্দকার,ড. রুবিনা ইয়াসমিন প্রমুখ।