ঢাকা,শনিবার,মে ৩,২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Logo
Logo
logo

সৌদিতে পাহাড়ের ফাটলে আটকে পড়া যুবককে ৩০ ঘন্টা পর উদ্ধার


admin    প্রকাশিত: ২১ এপ্রিল,২০২২,১০:০৪ পিএম

সৌদিতে পাহাড়ের ফাটলে আটকে পড়া যুবককে ৩০ ঘন্টা পর উদ্ধার

সৌদিতে পাহাড়ের ফাটলে আটকে পড়া যুবককে ৩০ ঘন্টা পর উদ্ধার

দেশটির তাবুক অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী উত্তর-পশ্চিম আবু রাকা সেন্টারে প্রায় ৩০ ঘন্টা ধরে দুটি পাথুরে পাহাড়ের মধ্যে একটি সরু গর্তের মধ্যে আটকে থাকা এক যুবককে বাঁচাতে একটি উদ্ধার অভিযানের নেতৃত্ব দিয়েছে।

আল-আরাবিয়া চ্যানেলের খবরে বলা হয়েছে,ওই ব্যক্তিকে হেলিকপ্টারে করে আবু রাকা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন তার অবস্থা স্থিতিশীল।

একটি ভিডিও ক্লিপ যা নথিভুক্ত করা লোকটির ফাটলে পড়ে যাওয়ার বেদনাদায়ক মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলগুলো তাকে উদ্ধারের জন্য অবিরাম কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েছে।  ইতিমধ্যে,একজন প্রত্যক্ষদর্শীর মতে,যুবকদের উদ্ধারের জন্য অতিরিক্ত বিশেষ উদ্ধার সরঞ্জাম নিয়ে একটি হেলিকপ্টারসহ উদ্ধার দলের  কর্মীরা যোগ দেয় ।

প্রত্যক্ষদর্শী জানান,মঙ্গলবার বেলা ১১টা থেকে ওই যুবক সরু ফাটলের ভেতরে দাঁড়িয়ে থাকা অবস্থায় আটকে ছিলেন। বেশ কয়েকটি নিরাপত্তা দল নিয়ে উদ্ধার অভিযান প্রায় ৩০ঘন্টা ধরে চলে।তাদের মধ্যে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ,আবু রাকা পৌরসভা এবং স্বেচ্ছাসেবক দল অন্তর্ভুক্ত ছিল যারা যুবকটিকে উদ্ধারে সিভিল ডিফেন্সকে সহায়তা করেছিল।