'প্রকৃত ফুল ব্যবসায়ীদের পুনর্বাসন করা প্রয়োজন'

শাহবাগে প্রকৃত ফুল ব্যবসায়ীদের পুনর্বাসন করা প্রয়োজন। পুনর্বাসনের সময় যাতে ভূয়া ব্যবসায়ীরা বা বহিরাগতরা দোকান বরাদ্দ না পায় সে জন্য কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হবে। অন্যথায় সরকারের উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে।

শনিবার (১৬ এপ্রিল) সংগঠনের কার্যালয়ে শাহবাগ বটতলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তিনি সমিতির দাবী ঐতিহাসিক ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক পালন ও ৭ মার্চের স্মরণে উদ্যানে বঙ্গবন্ধুর তর্জনি স্থাপনের দাবীর প্রতি সংহতি জ্ঞাপন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা,বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মিতা রহমান,সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক মো. শামিম আহমেদ,সদস্য রোকেয়া বেগম,মো. আনোয়ার হোসেন প্রমুখ।