প্রতি সপ্তাহেই ওমরাহ করেন দম্পতি

আল্লাহর ঘর মসজিদুল হারামে ১৭ বছর ধরে খেদমত করছেন এক শ্রীলঙ্কান দম্পতি। মহান এ সৌভাগ্য লাভে আনন্দ প্রকাশ করেছেন তারা। সৌদি আরবের প্রভাবশালী সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে জানায়,হারাম শরিফে অন্তত ১২ হাজার নারী-পুরুষ খেদমত করেন,যাদের মধ্যে এ দম্পতি অন্যতম। ডেইলি-বাংলাদেশ

১৭ বছর আগে শ্রীলঙ্কান নারী ফাতেমা ওমরাহযাত্রী ও মসজিদুল হারামে সমাগত মুসুল্লিদের খেদমতের জন্য সৌদি আরবে যাওয়ার সুযোগ পান। যাওয়ার কয়েক বছর পর তিনি কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তার একাকিত্ব দূর করতে স্বামী আশরাফকেও সৌদিতে আসার সুযোগ দেয়া হোক।

ফাতেমা জানান,তিনি শুরুতে হারাম শরিফে কার্পেট ও জায়নামাজের খেদমত করতেন। এরইমধ্যে চার বছর অতিবাহিত হয়ে যায়,তখন মসজিদুল হারাম কর্তৃপক্ষ তার স্বামীকে শ্রীলঙ্কা থেকে নিয়ে আসে,যাতে তিনিও স্ত্রীর সঙ্গে সেখানে খেদমত করতে পারেন।

আশরাফ জানান,স্ত্রী সৌদিতে থাকায় শ্রীলঙ্কায় তিনি খুব একাকিত্ব বোধ করতেন। তখন তার মধ্যে অস্থিরতা কাজ করতো,কোনো কিছুতেই প্রশান্তি খুঁজে পেতেন না। এখন তিনি ও তার স্ত্রী এক সঙ্গে কাজ করার সুবাদে হারাম শরিফে আসেন এবং একে অন্যের কাজে সহায়তা করেন।

তবে এ দম্পতির সবচেয়ে আনন্দ হলো- তারা প্রতি সপ্তাহে অন্তত একবার ওমরাহ পালন করেন।তারা বলেন,প্রতি সপ্তাহেই আমরা ওমরাহ পালন করি। সৌদিতে আসার পর আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন ও উন্নতি এসেছে।